Thank you for trying Sticky AMP!!

ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য নিয়ন্ত্রণ করা যায়

ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ করবেন যেভাবে

ছবি ও ভিডিওভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। পোস্টের অডিয়েন্স অপশন পাবলিক করা থাকলে অনুসরণকারীসহ যেকোনো ব্যক্তি বিভিন্ন পোস্ট দেখতে পারেন ও মন্তব্য করতে পারেন। তবে কখনো কখনো পাবলিক পোস্টে অনাকাঙ্ক্ষিত মন্তব্যও করেন কেউ কেউ, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তবে চাইলেই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ করা যায়। এর ফলে অন্যরা ইনস্টাগ্রামে পোস্ট দেখতে পেলেও পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করতে পারেন না। ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।

পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ট্যাপ করলেই প্রোফাইল পেজে আগে প্রকাশ করা সব ইনস্টাগ্রাম পোস্টের তালিকা দেখা যাবে। এরপর যে পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ করতে হবে, সেই পোস্টে ট্যাপ করে পোস্টের বাঁ দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এবার পপআপ বক্সে থাকা অপশন থেকে ‘টার্ন অফ কমেনটিং’ নির্বাচন করলেই পোস্টে পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি মন্তব্য করতে পারবেন না।