Thank you for trying Sticky AMP!!

ভিশন-২০৪১ স্মার্ট টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ

১৬০ কোটি টাকা ব্যয়ে কারওয়ান বাজারে হবে আরেকটি সফটওয়্যার পার্ক

রাজধানীর কারওয়ান বাজারে ‘ভিশন-২০৪১ স্মার্ট টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক’ নামের নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি করবে সরকার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ‘ডিজিটাল উদ্যোক্তা ও ইনোভেশন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের’ আওতায় দশমিক ৪৭ একর জায়গার ওপর এই টেকনোলজি পার্ক নির্মাণ করা হবে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ৯ তলা ভবনের সফটওয়্যার টেকনোলজি পার্কটি তৈরিতে খরচ হবে প্রায় ১৬০ কোটি টাকা।

প্রসঙ্গত কারওয়ান বাজারে বর্তমানে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একটি সফটওয়্যার পার্ক রয়েছে।

আজ বুধবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরির কার্যক্রম উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহ্‌মেদ বলেন, দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের হার বৃদ্ধি করা হচ্ছে। ইন্ডাস্ট্রি ও একাডেমির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি বিজনেস ইনকিউবেশন সেন্টার চালু করা হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও ব্যবসা পরিকল্পনা উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারী এবং শিল্পের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। এ কার্যক্রমের আওতায় ১০০ জন সফল উদ্যোক্তাকে পুঁজি, প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান।