Thank you for trying Sticky AMP!!

উইন্ডোজে থাকা নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে মাইক্রোসফট

ছয় মাস ধরে উইন্ডোজে নিরাপত্তা ত্রুটি, আপনার কম্পিউটার ও ল্যাপটপ নিরাপদ আছে তো

উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা ভয়ংকর এক ত্রুটির সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ‘জিরো ডে’ ঘরানার এই ত্রুটি প্রায় ছয় মাস আগে শনাক্ত করা হলেও দ্রুত সফটওয়্যার হালনাগাদ করতে পারেনি মাইক্রোসফট। ফলে ছয় মাস ধরেই সাইবার হামলার ঝুঁকিতে ছিলেন উইন্ডোজ ব্যবহারকারীরা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা উইন্ডোজ ব্যবহারকারীরা এ ত্রুটির কারণে সাইবার হামলার শিকার হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ‘সিভিই-২০২৪-২১৩৩৮’ নামের ত্রুটিটি গত বছরের আগস্ট মাসে শনাক্ত করেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাভাস্টের ম্যালওয়্যার গবেষক জেন ভোজেসেক। উইন্ডোজ কার্নেলের মধ্যে থাকা এই ত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। এমনকি দূর থেকে যেকোনো কম্পিউটার নিয়ন্ত্রণও করা সম্ভব। আর তাই ত্রুটি শনাক্তের পরপরই মাইক্রোসফটকে সতর্ক করেন জেন ভোজেসেক।

Also Read: দেশে নতুন ধরনের সাইবার অপরাধ বেড়েছে ২৮১ শতাংশ, নারীরাই বেশি ভুক্তভোগী

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জিরো ডে নিরাপত্তা ত্রুটিটির সমাধান করলেও বিষয়টি গোপন রাখে মাইক্রোসফট। অবশেষে গত সপ্তাহে উইন্ডোজে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গত ডিসেম্বরেও উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা দুটি জিরো ডে নিরাপত্তা ত্রুটির সমাধান করে সফটওয়্যার হালনাগাদ (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্ত করার আগেই যদি সাইবার অপরাধীরা সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।

সূত্র: ব্লিপিং কম্পিউটার