Thank you for trying Sticky AMP!!

সাইবার হামলার প্রতীকী ছবি

উইন্ডোজে নিরাপত্তাত্রুটি, সাইবার হামলার আশঙ্কায় মাইক্রোসফট

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে মাইক্রোসফট। সিভিই-২০২৩-২১৬৭৪ নামের এই ত্রুটি উইন্ডোজ অ্যাডভান্সড লোকাল প্রসিডিউর কল (এএলপিসি) প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করে দেয়। ফলে সমাধান না হওয়া পর্যন্ত এই ত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ ১০ থেকে শুরু করে উইন্ডোজ ১১ ও উইন্ডোজ সার্ভারে সাইবার হামলা চালানো সম্ভব।

Also Read: এসইও–র প্রলোভন দেখিয়ে সাইবার হামলা

নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলেই দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে মাইক্রোসফট। কিন্তু প্যাচ ছাড়ার আগে যদি হ্যাকাররা ত্রুটি ব্যবহার করতে সক্ষম হয়, তখন সেটিকে জিরো ডে এক্সপ্লয়েট বলে। সিভিই-২০২৩-২১৬৭৪ ত্রুটির ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে স্বীকারও করেছে মাইক্রোসফট।

Also Read: মাইক্রোসফটের সফটওয়্যারে নিরাপত্তাত্রুটি

উল্লেখ্য, গত মঙ্গলবার উইন্ডোজের ৯৮টি নিরাপত্তাত্রুটি দূর করে সফটওয়্যার হালনাগাদও (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট। তবে জিরো ডে এক্সপ্লয়েট ত্রুটিটি কার্যকর থাকায় ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ফোর্বস

Also Read: উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ত্রুটি সারাল মাইক্রোসফট