Thank you for trying Sticky AMP!!

বিআইজেএফের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের সম্মেলনকক্ষে সকাল ৯টায় এ ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

ভোট দিতে এসেছেন এক ভোটার (ডানে)

নির্বাহী কমিটির পাঁচটি পদে (সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুটি নির্বাহী সদস্য) একাধিক প্রার্থী না থাকায় চারটি পদে ভোট গ্রহণ করা হচ্ছে। এ চারটি পদে প্রার্থী রয়েছেন ১০ জন। নির্বাচনে মোট ভোটার ৫৪ জন। বেলা ১টা পর্যন্ত ২৯ জন ভোটার ভোট দিয়েছেন।

বিআইজেএফের নির্বাচন কমিশনের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক এ আর এম মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন চলছে। এরই মধ্যে ২৯ জন ভোটার ভোট দিয়েছেন। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।’

কেন্দ্রের বাইরে ভোটারদের ভিড়

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজনীন নাহার বেগম (টেকওয়ার্ল্ড), মো. জাকির হাসান (সমকাল) ও মো. মোজাহেদুল ইসলাম (ইত্তেফাক)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেজাউর রহমান (স্টেটমেন্ট ২৪ ডটকম), সাজেদুর রহমান (নতুন সময়) ও হাসিব ইসতিয়াকুর রহমান (নলেজ টুডে), কোষাধ্যক্ষ পদে খন্দকার হাসান শাহরিয়ার (নলেজ টুডে) ও সাইফুল ইসলাম (বিজটেক ২৪ ডটকম) এবং প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে আসাদুজ্জামান (ঢাকামেইল ডটকম) ও সোলাইমান হোসেন (কালবেলা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিআইজেএফের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি। নির্বাচন কমিশনের অপর সদস্য হলেন জ্যেষ্ঠ সাংবাদিক পল্লব মোহাইমেন।