Thank you for trying Sticky AMP!!

আইটেল পি৫৫

১২ হাজার টাকার এই ফোনে একসঙ্গে একাধিক কাজ করা যায়

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ‘আইটেল পি৫৫’ মডেলের ফোনটিতে টাইগার৬০৬ মডেলের অক্টাকোর প্রসেসর এবং সংস্করণভেদে ৪ থেকে ৮ গিগাবাইট র‍্যাম থাকায় দ্রুত একসঙ্গে একাধিক কাজ করা যায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬ ইঞ্চি পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ফোনটিতে চাইলে বাড়তি ১৬ গিগাবাইট র‍্যাম যোগ করে ব্যবহার করা যায়। ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং–সুবিধা থাকায় দ্রুত চার্জও করা সম্ভব।

Also Read: স্মার্টফোন কেনার আগে যে ৩ সুবিধা ক্রেতারা বেশি বিবেচনা করেন

ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পেছনে ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। সংস্করণভেদে ফোনটির দাম সর্বনিম্ন ১১ হাজার ৯৯০ টাকা (ভ্যাট ছাড়া)।