Thank you for trying Sticky AMP!!

গ্যালাক্সি এম১৪ ফাইভজি

শক্তিশালী ব্যাটারির এই ফোন দ্রুত চার্জ করা যায়

বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে স্যামসাং। ৬.৬ ইঞ্চি পর্দার গ্যালাক্সি এম১৪ ফাইভজি মডেলের ফোনটিতে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। মনস্টার সিরিজের এই স্মার্টফোনে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। ফলে দ্রুত চার্জ করা সম্ভব। ফোনটির দাম ধরা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫ ন্যানোমিটার এক্সিনোজ ১৩৩০ মডেলের প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। ফোনটির পেছনে ৫০, ২ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।

৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা সুবিধার ফোনটি ফাইভজি প্রযুক্তি সমর্থন করায় স্বচ্ছন্দে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। গরিলা গ্লাস ৫ পর্দা সুবিধার ফোনটিতে সিকিউর ফোল্ডার অপশন থাকায় সহজে বিভিন্ন তথ্য নিরাপদে রাখা যায়।