Thank you for trying Sticky AMP!!

শাওমির অগমেন্টেড রিয়েলিটির হেডসেট

অগমেন্টেড রিয়েলিটির হেডসেট দেখাল শাওমি

প্রথমবারের মতো এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট তৈরি করেছে চীনা টেলিযোগাযোগ পণ্য নির্মাতা শাওমি। আজ সোমবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিওসি) প্রথম দিনে হেডসেটটি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
শাওমি ওয়্যারলেস এআর গ্লাস ডিসকভারি এডিশন মডেলের হেডসেটটিতে দুটি মাইক্রোওএলইডি প্রযুক্তির কাচ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়েলিটির ছবি দেখা যায়। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেনারেশন ওয়ান প্রসেসরে চলা হেডসেটটি হাত নড়াচড়া করেও নিয়ন্ত্রণ করা সম্ভব।

শাওমির তথ্যমতে, ওয়্যারলেস প্রযুক্তি থাকায় চাইলেই নির্দিষ্ট মডেলের ফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে হেডসেটটি। ফলে ফোনে থাকা বিভিন্ন অ্যাপ চালু বা বন্ধ করার পাশাপাশি ইউটিউব ও টিকটক ভিডিও সিনেমার আদলে বড় পর্দায় দেখা যাবে। চাইলে ফোন থেকেও নিয়ন্ত্রণ করা যাবে হেডসেটটি।

উল্লেখ্য, বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তি প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
সূত্র: ম্যাশেবল