Thank you for trying Sticky AMP!!

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা চলছে

রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং অনলাইনে একসঙ্গে চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় এ হ্যাকাথন প্রতিযোগিতা বিশ্বের ৩১৩টি শহরে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে টানা ৩৬ ঘণ্টা। প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লার শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতায় বেসিস স্টুডেন্টস ফোরাম বাংলাদেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা সেরা ১১০ প্রকল্প নিয়ে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সেরা ৫০ প্রকল্প নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সরাসরি এবং বাকি ৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে এ প্রতিযোগিতা চলছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, মহাকাশের বিভিন্ন সমস্যা, জলবায়ু, চাঁদ, গ্রহ, নক্ষত্রসহ ১৪টি বিভাগে এ প্রতিযোগিতা চলছে। আগামীকাল শনিবার অংশগ্রহণকারী ৯ জেলার সেরা ৩টি প্রকল্পকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার পাওয়া ২৭ প্রকল্প থেকে সেরা ১৮টি নাসার কাছে পাঠানো হবে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা প্রকল্পগুলো পর্যালোচনা করে বিজয়ী প্রকল্পগুলোর নাম ঘোষণা করবে সংস্থাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি আবু দাউদ খান, পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২–এর আহ্বায়ক ও বেসিস পরিচালক তানভীর হোসেন খান।