Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় অনুষ্ঠিত ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিটে নিরাপদে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কৌশল শেখানো হয়

সঠিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কৌশল শেখাচ্ছে টিকটক ও জাগো ফাউন্ডেশন

অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখানোর পাশাপাশি সঠিকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন করতে নতুন প্রচারণা শুরু করেছে জাগো ফাউন্ডেশন ও টিকটক। সম্প্রতি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট (ইয়েস) ২০২৪’ শীর্ষক সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই বছর ধরে দেশের বিভিন্ন জেলায় ‘সাবধানে অনলাইন’ শীর্ষক প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক। কার্যক্রমটি আরও বড় পরিসরে চালানোর জন্য নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় বাংলাদেশের তরুণ-তরুণীরা অনলাইনে নিরাপদ থাকার পাশাপাশি দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে জানতে পারবেন।

ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট সম্মেলনে ‘ইয়েস টু সাবধানে অনলাইনে’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নিরাপদে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কৌশলসহ অনলাইন শিষ্টাচার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া টিকটকের সেফটি টুলসগুলোর মাধ্যমে ডিজিটাল সুরক্ষার বিভিন্ন দিকগুলো নিয়েও আলোচনা করা হয়। সম্মেলনে জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক যুব সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’-এর পাঁচ শতাধিক সদস্য অংশ নেন।