Thank you for trying Sticky AMP!!

আজ চার্জার নেই বলে...

টুইটারে পোস্ট করা শাওমির ভিডিওচিত্রের একটি দৃশ্য

টেক জায়ান্ট অ্যাপল নতুন সিরিজের আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। কিন্তু সেই আইফোন-১২ কিনলে পাওয়া যাবে না কোনো চার্জার, শুধু ফোনই মিলবে। এ নিয়ে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু করেছে টীকা-টিপ্পনী। আজ ফোনের সঙ্গে চার্জার নেই বলে অ্যাপলকে এসব প্রচারণা সহ্যও করতে হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অ্যাপলের আইফোন-১২ কিনলে ফোনের বাক্সে কোনো পাওয়ার অ্যাডাপ্টর বা ইয়ারপড পাওয়া যাবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি এ নিয়ে প্রথম ঠাট্টা করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। এরপর চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি-ও একই পথে হেঁটেছে। অ্যাপলের সাম্প্রতিক ঘোষণার তামাশা করে একটি বিশেষ ভিডিও টুইটারে পোস্ট করে শাওমি। এরই মধ্যে টুইটারে তা জনপ্রিয়তা পেয়ে গেছে। চলছে নানান আলোচনা, সমালোচনা।

টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শাওমির ওই ভিডিওচিত্রে দেখা গেছে, ‘মি ১০টি প্রো’ নামের একটি স্মার্টফোনের বাক্স খোলা হচ্ছে। আর খোলার পর দেখা যাচ্ছে, সেখানে স্মার্টফোনের বদলে আছে একটি পাওয়ার অ্যাডাপ্টর বা ফোনের চার্জার। ভিডিওর সঙ্গে একটি বার্তাও লিখেছে শাওমি। তাতে বলা হয়েছে, ‘উদ্বিগ্ন হবেন না, আমরা মি ১০টি প্রো-এর বাক্সে কোনো কিছু দেওয়া বাদ রাখছি না।’

গত সপ্তাহে এই ভিডিওটি পোস্ট করা হয়। এর পর থেকে এ পর্যন্ত ভিডিওটি ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। পোস্টে ‘লাইক’ পড়েছে ৩৪ হাজার।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘অন্যান্য কোম্পানিগুলো আইফোন নিয়ে মশকরা শুরু করেছে। আমার এটি ভালো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘বিপণনে দশে দশ।’

অবশ্য অ্যাপলের পক্ষেও দাঁড়িয়ে গেছেন অনেকে। একজন মন্তব্য করেছেন এই বলে, ‘অ্যাপল তাঁর ব্যবহারকারীদের যে সেবা দেয়, তা যদি আপনারা দিতেন, তবে আমি নিজের অর্থেই চার্জার কিনে নিতাম। সফটওয়্যার সেবাই অগ্রাধিকার পাওয়া উচিত, প্লাস্টিকের টুকরা নয়।’