Thank you for trying Sticky AMP!!

করোনাভাইরাস মহামারির ওপর জাতিসংঘের বিশেষ সাধারণ অধিবেশন

জাতিসংঘ

করোনাভাইরাস মহামারির ওপর জাতিসংঘের বিশেষ সাধারণ অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী মাসের ৩-৪ তারিখে জাতিসংঘের এই বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধানদের একত্রিত করাই অধিবেশনের মূল লক্ষ্য বলে জানান আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেসের আশা—বিশেষ এই অধিবেশনের মাধ্যমে জাতিসংঘের সদস্য দেশগুলো একসঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।    

বিশেষ সাধারণ অধিবেশনে বিশ্বনেতারা পাঁচ মিনিটের একটি রেকর্ড করা ভিডিও প্রদর্শনের সুযোগ পাবেন। অধিবেশনে সশরীরে উপস্থিত থাকা বিভিন্ন দেশের সরকারপ্রধানের প্রতিনিধিদের সংক্ষিপ্ত পরিচিতির পর ভিডিওগুলো প্রদর্শিত হবে।

বিশেষ এই সভার বিষয়ে গত জুন থেকেই আলোচনা চলছিল। এই পদক্ষেপের বিপক্ষে কোনো দেশ ভোট দেয়নি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আর্মেনিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে।