Thank you for trying Sticky AMP!!

কারফিউ তুলে নিয়েছে সৌদি আরব

প্রায় ৩ মাসের লকডাউন শেষে সৌদি আরবে স্বাভাবিক অবস্থা ফিরেছে। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি করা কারফিউ তুলে নিয়েছে সৌদি আরব। কারফিউ প্রত্যাহার করা হলেও অন্যান্য বিধিনিষেধ বহাল থাকছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল রোববার সকাল থেকে কারফিউ তুলে নেয় সৌদি আরব। ব্যবসা-বাণিজ্যের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে প্রায় তিন মাসের লকডাউন শেষে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। দেশটির রাস্তাঘাটে ফের প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে।

সৌদির কর্তৃপক্ষ বলেছে, কারফিউ আর থাকছে না। সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। তবে বিদেশি ভ্রমণকারী ও হজযাত্রীদের সৌদি আরবে আসার ব্যাপারে আগের বিধিনিষেধ বহাল থাকবে। এ ছাড়া ৫০ জনের বেশি মানুষের সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে।

পবিত্র হজের বিষয়ে সৌদির কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি।

জুলাইয়ের শেষ দিকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, করোনার সংক্রমণের কারণে তারা এবার তাদের হজযাত্রীদের সৌদি যাওয়ার অনুমোদন দেবে না।

সৌদি আরবে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৩০ জন।

করোনার সংক্রমণ রুখতে গত মার্চে নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব।