Thank you for trying Sticky AMP!!

ঘরবন্দী মানুষের ২৪ ঘণ্টা

করোনাভাইরাসের সংক্রমণরোধে বিশ্বব্যাপী মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এএফপির আলোকচিত্রী তুলে এনেছেন ঘরবন্দী মানুষের গল্প। প্যারিস থেকে ঢাকা, ঢাকা থেকে পানামা—সব জায়গায় জীবন একরকম থমকে গেছে। সব বার বন্ধ, নিত্যপ্রয়োজনীয় নয়, এমন ব্যবসা-বাণিজ্য, স্কুলের ক্লাস বাতিল করা হয়েছে। লোকসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সমুদ্রসৈকত এবং পার্কে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। গত সোম থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন দেশে মরুভূমির মতো ফাঁকা রাস্তা ও শহর, ঘরে বসে মানুষের কাজ করা, অনলাইনে স্কুলের ক্লাস করার দৃশ্য ধারণ করেছেন এএফপির আলোকচিত্রী।
ইতালির বারগ্রামো প্রদেশের গ্রাসওবিওতে সুরক্ষামূলক পোশাকে শেষকৃত্যের কাজে নিয়োজিত এক কর্মী। করোনাভাইরাসের কারণে কোয়ারন্টিনে থাকায় প্রিয়জনেরা সমাধিস্থলে আসতে পারেননি। এমনই মৃত একজন ব্যক্তির কফিনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তিনি।
প্যারিসের ঐতিহ্যবাহী দ্য চ্যাম্পস এলসিস অ্যাভিনিউ পর্যটকমুখর থাকে। সেটি এখন মরুভূমি।
হংকংয়ের লান কোয়ি ফং এলাকা বার ও রেস্তোরাঁয় ভরপুর। দেশটির সংগীতশিল্পী কক লাম সাং এখন সেখানে গিটার নিয়ে একা দাঁড়িয়ে।
হ্যানয়ের ব্যস্ত রাস্তা এখন নীরব।
ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণার পর তড়িঘড়ি যাচ্ছে মানুষ।
পাশের ঘরে মেয়ে খেলছে। জাপানি কর্মজীবী মা ইউকি স্তাতো ঘরে বসে অফিসের কাজ করছেন।
ভারতের মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠানে কাজ করেন দিয়া রায় চৌধুরী। ঘরে বসে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছেন তিনি। কাজের ফাঁকে জিরিয়ে নিচ্ছেন।
ফিলিস্তিনের শিক্ষক জিহাদ আবু হেব্রনে তাঁর বাড়ি থেকে অনলাইনে ক্লাস নিচ্ছেন।
স্কুল বন্ধ। তাই ঘরেই স্কুলের ব্যবস্থা। ছবিটি খার্তুমের।
বুয়েনস এইরেসে সংক্রমিত এলাকায় খাবার সরবরাহ করা হচ্ছে।
কেনিয়ায় ফ্যাশন ডিজাইনার ডেভিড এভিডো মাস্ক বানাচ্ছেন।
মায়ামিতে নরওয়েতে ক্রুজলাইন জাহাজ পরিষ্কার করছে। জাহাজগুলোয় অনেকেই সংক্রমিত বলে আশঙ্কা রয়েছে।
গ্রিসের এথেন্সে একটি বাড়ির ছাদে মাস্ক পরার আহ্বান জানিয়ে গ্রাফিতি আঁকছেন একজন।
ঢাকায় বাড়ির ছাদে একাই ফুটবল খেলছে ছেলেটি।
পানামায় কারিনা নুয়েজ প্রতিবেশীর জন্য বারান্দাতেই খেলছেন।
ব্রাজিলের শিল্পীর আঁকা গ্রাফিতি। তাতে লেখা দুঃসময় কেটে যাবে।