Thank you for trying Sticky AMP!!

ছবিতে সূর্যগ্রহণ 'রিং অব ফায়ার'

>বছরের শেষ সূর্যগ্রহণ আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর। সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে চলে আসে। ধীরে ধীরে ঢেকে ফেলে সূর্যকে। বিজ্ঞানীরা এবারের সূর্যগ্রহণের নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। অর্থাৎ চাঁদ সূর্যকে ঢেকে ফেলার পর দেখায় আগুনের আংটির মতো। বিশ্বের বিভিন্ন দেশের সূর্যগ্রহণের চিত্র নিয়ে আজকের ছবির গল্প।
চাঁদ ঢেকে ফেলছে সূর্যকে। জাকার্তা, ইন্দোনেশিয়া। ছবি: এএফপি
সূর্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চাঁদ। ওয়ান টুইন, মিয়ানমার। ছবি: এএফপি
চাঁদ ঢেকে ফেলেছে সূর্যের কিছুটা অংশ। ওয়ান টুইন, মিয়ানমার। ছবি: এএফপি
চাঁদ ঢেকে ফেলেছে সূর্যের বেশির ভাগ অংশ। মুম্বাই, ভারত। ছবি: এএফপি
সূর্যগ্রহণ ‘রিং অব ফায়ার’। চাঁদ সূর্যকে ঢেকে ফেলার পর দেখাচ্ছে আগুনের গোলার আংটির মতো। আল ধাফরা, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ছবি: রয়টার্স
সূর্যগ্রহণ দেখছে এক কিশোরী। রিয়াও প্রদেশ, ইন্দোনেশিয়া। ছবি: রয়টার্স
সোলার গ্লাস লাগিয়ে সূর্যগ্রহণ দেখছে এক শিশু। রিয়াও প্রদেশ, ইন্দোনেশিয়া। ছবি: রয়টার্স
মরুর বুকে বসে সূর্যগ্রহণ উপভোগ। আল ধাফরা, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ছবি: রয়টার্স
সূর্যগ্রহণ দেখার জন্য ভিড় জমিয়েছে উৎসুক শিশুর দল। মুম্বাই, ভারত। ছবি: এএফপি