Thank you for trying Sticky AMP!!

জামাল খাসোগি হত্যাকাণ্ডে ফ্রান্সে সৌদি নাগরিক গ্রেপ্তার

সৌদির সাংবাদিক জামাল খাসোগি

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন এক সৌদি নাগরিককে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। খালেদ আয়েধ আল–ওতাইবি নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার প্যারিসের চার্লস দ্য গলে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়ে খুন হয়েছিলেন জামাল খাসোগি। সৌদি সরকারের সমালোচনায় সোচ্চার খাসোগি সে সময় যুক্তরাষ্ট্রে থাকতেন। বিয়ে করার জন্য বান্ধবীকে নিয়ে কাগজ তুলতে তুরস্কে সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন তিনি।

Also Read: খাসোগি হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, পরিবারের ক্ষমায় অপরাধীদের সাজা কমল

বিশ্বজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডে সৌদি আরবের ২০ নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তুরস্কের আদালতের। ৩৩ বছর বয়সী খালেদ আয়েধ আল-ওতাইবি সৌদি রয়েল গার্ডের সদস্য ছিলেন।