Thank you for trying Sticky AMP!!

জাহাজ থেকে পড়ে যাওয়ার ১০ ঘণ্টা পর উদ্ধার

শনিবার দিবাগত মধ্যরাত। ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগরে জাহাজ ছুটে চলেছে ভারগারোলা থেকে ভেনিসের দিকে। আচমকা জাহাজের পেছন দিক দিয়ে পড়ে গেলেন এক ব্রিটিশ নারী। শুরু হয়ে গেল খোঁজাখুঁজি। ভাগ্য ভালো, তাঁকে ১০ ঘণ্টা পর জীবিত অবস্থায় পাওয়া যায়।

৪৬ বছর বয়সী এই নারীর নাম কে লংস্টাফ। তাঁকে পুলা শহরে হাসপাতালে নেওয়া হয়েছে।

কোস্টগার্ডের টহল নৌকায় ওঠার পর ক্রোয়েশিয়ান সংবাদ চ্যানেল এইচআরটির সঙ্গে কথা বলেন কে লংস্টাফ। তিনি বলেন, ‘১০ ঘণ্টা আমি পানিতে ছিলাম। এই চমৎকার মানুষগুলো আমাকে উদ্ধার করেছে।’

উদ্ধারকারী ভ্যাসেলের ক্যাপ্টেন লোভরো ওরেসকোভিক বলেন, গতকাল রোববার যখন এই নারী উদ্ধার হন, তখন তিনি অনেক ক্লান্ত ছিলেন। ‘আমরা একটি মানুষের জীবন বাঁচাতে পেরে খুবই আনন্দিত।’

নরওয়েজিয়ান ক্রুজ লাইন এক বিবৃতিতে বলে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ওই অতিথি ভালো আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসার জন্য তাঁকে ক্রোয়েশিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।’