Thank you for trying Sticky AMP!!

দেশ বিদেশে ঈদ

সারা দেশে আজ সোমবার (১২ আগস্ট) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের মুসলিম সম্প্রদায় মহান আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে অন্যতম এই ধর্মীয় উৎসব উদযাপন করছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপালসহ বেশ কিছু দেশে আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে। এর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১১ আগস্ট আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশসহ অনেক দেশই ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর দুই টুকরা করার ঘোষণার পর থেকেই তা অবরুদ্ধ হয়ে রয়েছে। এই অবরুদ্ধ শ্রীনগরে ঈদের নামাজে অংশ নিয়েছে ধর্মপ্রাণ মুসলমানেরা। শ্রীনগর, কাশ্মীর, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
ঈদের নামাজ শেষে বাবার কাঁধে চড়ে বাড়ি ফিরছে এই শিশু। বাদশাহি মসজিদ, লাহোর, পাকিস্তান, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
ভারতে দিল্লির জামা মসজিদে ঈদের জামাত। দিল্লি, ভারত, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
ইরাকের পুরোনো শহর নাজাফে ঈদের দিন আবর্জনার বাক্সে খাবার খুঁজছেন এই ব্যক্তি। নাজাফ, ইরাক, ১২ আগস্ট। ছবি: রয়টার্স
নয়াদিল্লিতে কাশ্মীরের শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন বুকার পুরস্কারজয়ী লেখিকা অরুন্ধতী রায় (মাঝে)। নয়াদিল্লি, ভারত, ১২ আগস্ট। ছবি: এএফপি
ঈদের পোশাকে মায়ের সঙ্গে এক শিশু। কলম্বো, শ্রীলঙ্কা, ১২ আগস্ট। ছবি: এএফপি
কলকাতায় ১২ আগস্ট ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। ছবি: এএফপি
ঈদুল আজহার নামাজের পর সেলফি তুলছেন এই তিন তরুণী। বাদশাহি মসজিদ, লাহোর, পাঞ্জাব প্রদেশ, পাকিস্তান, ১২ আগস্ট। ছবি: এএফপি
পাকিস্তানের বাদশাহি মসজিদে ঈদুল আজহার জামাত। লাহোর, পাঞ্জাব প্রদেশ, পাকিস্তান, ১২ আগস্ট। ছবি: এএফপি
ঈদুল আজহার নামাজের পর কোলাকুলি করছেন দুই ব্যক্তি। কাশ্মীরি মসজিদ, কাঠমান্ডু, মধ্যমাঞ্চল, নেপাল, ১২ আগস্ট। ছবি: এএফপি
আমেরিকার নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদুল আজহার জামাতে মুসল্লিরা। জ্যামাইকা, আমেরিকা, ১১ আগস্ট। ছবি: প্রথম আলো