Thank you for trying Sticky AMP!!

নিজের পুরস্কারের অর্থ ইউনিসেফকে দিল গ্রেটা

ফাইল ছবি।

পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ (১৭) চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফকে ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। শিশুদের সাহায্য করার জন্য ইউনিসেফকে অনুদান হিসেবে দেওয়া এই অর্থ থুনবার্গ সম্প্রতি পুরস্কার হিসেবে অর্জন করেছিল। গতকাল বৃহস্পতিবার ইউনিসেফ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

থুনবার্গকে উদ্ধৃত করে ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশ সংকটের মতো এই বৈশ্বিক মহামারিও শিশু অধিকারের সংকট। ...এর প্রভাব সব শিশুর ওপর পড়বে, যা এখনই দেখা যাচ্ছে। তবে এটাও ঠিক যে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর ওপর প্রভাবটা হবে সবচেয়ে বেশি।’
থুনবার্গ বলে, ‘শিশুদের জীবন রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও লেখাপড়া এগিয়ে নিতে ইউনিসেফের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজকে সহায়তায় প্রত্যেককে এগিয়ে আসতে আমি আহ্বান জানাচ্ছি এবং আমার সঙ্গে যোগ দিতে বলছি।’ সে বলে, গত মাস মার্চের শেষ দিকে করোনাভাইরাসের কিছু উপসর্গ তার দেখা দিয়েছিল। সম্ভবত সে–ও এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল।