Thank you for trying Sticky AMP!!

পর্যটককে বাঁচাতে গিয়ে...

পর্যটক ডুবে যাচ্ছিলেন সাগরে। তাঁকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকারী দলে থাকা বাবা ও ছেলে। পর্যটক বাঁচলেন বটে, ডুবে মারা গেলেন বাবা–ছেলে। অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে বিখ্যাত পর্যটন কেন্দ্রে গতকাল রোববার এ ঘটনা ঘটে।

আজ সোমবার দেশটির কর্মকর্তারা জানান, ওই বাবার নাম রস পাওয়েল (৭১) ও ছেলের নাম অ্যান্ড্রু (৩২)। পর্যটককে উদ্ধার করার সময় তাঁদের উদ্ধারকারী নৌকাটি উল্টে যায়। ভিক্টোরিয়ার টুয়েলভ অ্যাপাসল এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই পর্যটকের নাম ও নাগরিকত্ব জানানো হয়নি।

ভিক্টোরিয়া পুলিশ বলছে, জীবন রক্ষাকারী অন্য একটি নৌকা থেকে কপিকল দিয়ে পর্যটককে ওঠানো হয়। গুরুতর আহত ওই পর্যটককে উদ্ধারকারী হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল সোমবার টুইট করেন, ‘উদ্ধারকারীরা ছিলেন পরোপকারী ও সাহসী। আমরা তাঁদের ধন্যবাদ জানাই। রোজ ও অ্যান্ড্রুর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

সার্ফ লাইফসেভিং ভিক্টোরিয়া দলের প্রেসিডেন্ট পল জেমস দুই উদ্ধারকারীকে হিরো আখ্যায়িত করেছেন।