Thank you for trying Sticky AMP!!

বিশ্বে আরও ১০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারে

২০২২ সাল নাগাদ বিশ্বে আরও ১০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব তেদরোস আধানোম গেব্রেয়াসুস। গত বুধবার ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২০ কোটি ছাড়ানোর পর বিশ্ব স্বাস্থ্য

সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এমন মন্তব্য করলেন। প্রথম ১০ কোটি করোনাভাইরাস শনাক্ত হওয়ার ছয় মাসের মধ্যে নতুন এই ঘোষণা এল।

তেদরোস আধানোম আরও বলেন, ‘বর্তমান ধারাবাহিকতায় আগামী বছরে বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা মোট ৩০ কোটি ছাড়িয়ে যেতে পারে। কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি। যদি আমরা সবাই একতাবদ্ধ থাকি, কিন্তু বিশ্বের ধনী দেশগুলো তেমন আচরণ করছে না।’