Thank you for trying Sticky AMP!!

মুনের মন রাঙাতে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন সস্ত্রীক উত্তর কোরিয়া গেছেন। গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছান তাঁরা। গত এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো নেতা পিয়ংইয়ংয়ে গেলেন। গত এপ্রিলে কোরীয় সীমান্তে মুন ও কিমের ঐতিহাসিক বৈঠকের পর দুই নেতার মধ্যে এটি তৃতীয় বৈঠক। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান আলোচনাকে এগিয়ে নিয়ে যেতেই দক্ষিণ কোরিয়ার নেতার এই সফর। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আগমন উপলক্ষে পিয়ংইয়ংয়ের মে ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজের মহড়া। ৯ সেপ্টেম্বর তোলা মহড়ার বেশ কিছু ছবি আজ বুধবার বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত হয়েছে।

মহড়ায় উত্তর কোরিয়ার ক্রীড়াবিদেরা চিত্তাকর্ষক জিমন্যাস্টিক ও শারীরিক কসরত প্রদর্শন করেন।
কাপড়ের ফুল হাতে ক্রীড়াবিদদের চমৎকার প্রদর্শনী।
স্টেডিয়ামের গ্যালারিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে উত্তর কোরিয়ার পতাকার প্রতীক তৈরি করেন অংশগ্রহণকারীরা।
বর্ণিল পোশাকে ছোট ছোট শিশু পরিবেশন করে সমবেত সংগীত।
রিং নিয়ে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের চিত্তাকর্ষক জিমন্যাস্টিক ও শারীরিক কসরত প্রদর্শন
সামরিক বাহিনীর পোশাকে তলোয়ার হাতে চলে বিশেষ প্রদর্শনী।
গীতিনাট্যের মাধ্যমে তুলে ধরা হয় উত্তর কোরিয়ার ইতিহাস।
গ্যালারিতে ভেসে ওঠে হাত ধরে থাকা দুই নেতার হাস্যোজ্জ্বল ছবি।
লাল পোশাকে পাখা হাতে সমবেত নাচে পারফরমাররা।
সমুদ্রের নিচের স্বপ্নিল জগৎকে তুলে আনেন পারফরমাররা।