Thank you for trying Sticky AMP!!

যুক্তরাজ্যে ৪ জনে ১ জন তরুণী মানসিকভাবে অসুস্থ

যুক্তরাজ্যে প্রতি চারজনের মধ্যে একজন তরুণী মানসিকভাবে অসুস্থ। ছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাজ্যে প্রতি চারজনের মধ্যে একজন তরুণী মানসিকভাবে অসুস্থ। বিভিন্ন আবেগীয় সমস্যা—যেমন দুশ্চিন্তা, হতাশায় আক্রান্ত এসব তরুণী। সম্প্রতি দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পরিসংখ্যান বলছে, ১৭ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে একই বয়সী ছেলেদের তুলনায় সমস্যা দেখা যাচ্ছে বেশি, প্রায় ২৩ দশমিক ৯ শতাংশ। তবে অপেক্ষাকৃত কম বয়সের মেয়েদের মধ্যে এ সমস্যা কম। তবে তা বাড়ছে যদিও ধীরে।

৫ থেকে ১৫ বছর বয়সী প্রতি ৯ শিশুর ১টি মানসিক ব্যাধিতে ভুগছে। ১৩ বছর আগে একই ধরনের এক জরিপে তা প্রতি ১০ জনে ১ জন ছিল।

প্রায় ৯ হাজার তরুণ জনগোষ্ঠীর ওপর এই জরিপ চালানো হয়। রয়্যাল কলেজের মনোবিদ বার্নাদকা ডুবিকা বলেন, মেয়েদের মধ্যে এই ব্যাধি যে হারে বাড়ছে, তা খুবই উদ্বেগজনক।

বার্নাদকা ডুবিকা বলেন, শারীরিক গঠন নিয়ে অস্বস্তি, পরীক্ষার চাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক বিভিন্ন বিষয় অপ্রত্যাশিতভাবে তরুণীদের প্রভাবিত করছে। অবশ্য অধিকাংশ সময় যৌন নির্যাতনের শিকার হয়ে মানসিক ব্যাধিতে ভুগছে তরুণীরা। এই সব তরুণীর চিকিৎসাসেবা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।