Thank you for trying Sticky AMP!!

লন্ডনে বেশ কিছু জায়গায় বিস্ফোরকের প্যাকেট উদ্ধার

বিস্ফোরক পাওয়ার খবরের পর ওয়াটারলু স্টেশন ঘিরে রাখে লন্ডন পুলিশ। ছবি: এএফপি

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরসহ আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিস্ফোরকের প্যাকেট উদ্ধার করেছে লন্ডন পুলিশ। এর মধ্যে হিথ্রো বিমানবন্দরের পাশের একটি ভবন, লন্ডন সিটি বিমানবন্দর ও ওয়াটারলু স্টেশনে পাওয়া তিনটি প্যাকেট পরীক্ষা করে দেখছে ব্রিটিশ কাউন্টার টেররিজমের কর্মকর্তারা। বিবিসি অনলাইন ও এএফপির প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

এগুলো খুব ছোট আকৃতির বোমা এবং অল্প পরিসরে অগ্নিকাণ্ড ঘটাতে সক্ষম বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। পোস্টাল প্যাকেটে করে আসা এসব প্যাকেটের মধ্যে হলুদ রঙের আরেকটি ব্যাগে বিস্ফোরকদ্রব্য আছে বলে স্কটল্যান্ড ইয়ার্ডের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। স্কাই নিউজের এক খবরে বলা হয়েছে, সাদা রঙের এ-4 আকৃতির ওই পোস্টাল প্যাকেটগুলোর ওপরে সাঁটানো কাগজে আয়ারল্যান্ডের স্ট্যাম্প রয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এ দিকে আইরিশ পুলিশ মেট্রোপলিটন পুলিশের তদন্তে সব রকমের সহায়তা করছে বলে জানিয়েছে।
হিথ্রো বিমানবন্দরের রানওয়ের পাশে কম্পাস সেন্টার নামের একটি ভবনে পাওয়া প্যাকেটটি খোলার পর এতে আগুন ধরে যায়। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর ফলে বিমান ওঠা-নামায়ও কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে কম্পাস সেন্টারের ওই ঘটনার দুই ঘণ্টা পর ওয়াটারলু স্টেশনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।