Thank you for trying Sticky AMP!!

শাশুড়ির সাজে পুত্রবধূ

কেট মিডলটনের পোশাকের সঙ্গে ১৯৯৬ সালে পাকিস্তান সফরে আসা প্রিন্সেস ডায়ানার পোশাকের মধ্যে বেশ মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ছবি: টুইটার থেকে নেওয়া

‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন পাঁচ দিনের সফরে এখন পাকিস্তানে। তাঁর এই সফরের বেশ কিছু ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অনেকেই এসব ছবি দেখে বলছেন, কোনো একজন এ পথেই হেঁটেছিলেন বহু আগে!

পাঁচ দিনের সফরে সোমবার পাকিস্তানে এসেছেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। এই সফরে কেটের পরা কয়েকটি পোশাক অনেককে নস্টালজিক করে তুলেছে। ২৩ বছর আগে পাকিস্তান সফরে এসেছিলেন কেটের শাশুড়ি প্রিন্সেস ডায়ানা। সে সময় তিনি যে ধরনের পোশাক পরেছিলেন, এবারের ভ্রমণে কেট মিডলটনকেও একই ধরনের পোশাকে দেখা যাচ্ছে।

বার্তা সংস্থা এএনআই বলছে, বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, কেট হালকা নীল রঙের আধুনিক ধাঁচের ‘চুড়িদার কামিজ’ পরেছেন। ছবিটি টুইটারে ছড়িয়ে দিয়েছেন অনেকে। ওই টুইটেই প্রিন্সেস ডায়ানার একই রঙের পোশাক পরা একটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে। ডায়ানার ওই ছবি ধারণ করা হয়েছিল ১৯৯৬ সালে পাকিস্তান সফরের সময়।

অনেকের মতে, ডায়ানার পোশাকের আদলে আধুনিক ধাঁচে তৈরি পোশাক এবারের সফরে পরছেন কেট। ছবি: টুইটার থেকে নেওয়া

শোনা যায়, কেট মিডলটনের পোশাকের নকশা করেন ক্যাথরিন ওয়াকার। ক্যাথরিন প্রিন্সেস ডায়ানারও প্রিয় নকশাকার ছিলেন।

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন তাঁদের ভ্রমণ শুরু করেছেন মঙ্গলবার থেকে। এরপরই কেটের পোশাকের সঙ্গে ডায়ানার পোশাকের মিলের বিষয়টি আলোচনায় চলে আসে। মঙ্গলবার এই রাজকীয় জুটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি স্কুলে যান। এ সময় কেটের পরনে ছিল পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক। পোশাকটির নকশাকার মাহিন খান। পাকিস্তানের এমন ঐতিহ্যবাহী সালোয়ার কামিজ পরেছিলেন প্রিন্সেস ডায়ানাও।

পোশাকের পাশাপাশি ডায়ানার একসময়কার আংটিও দেখা গেছে কেটের আঙুলে। ছবি: টুইটার থেকে নেওয়া

শুধু পোশাকেই নয়, কেট মিডলটনের আঙুলে দেখা গেছে বাগদানের সময় পাওয়া হিরের আংটি। ওই আংটিও একসময় ডায়ানা ব্যবহার করতেন।