Thank you for trying Sticky AMP!!

সপরিবারে তাজমহলে ট্রুডো

দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক সপ্তাহের এই সফরে তিনি গতকাল শনিবার ভারতের রাজধানী দিল্লি পৌঁছান। আজ রোববার ৪৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রী আগ্রায় তাজমহল পরিদর্শনে যান। সে সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোফি গ্রেগরি, মেয়ে এলা গ্রেস এবং দুই ছেলে হ্যাড্রিয়েন ও জেভিয়ার। ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এই সফরে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো।

তাজমহল পরিদর্শনে ঢুকছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তাঁর স্ত্রী ও তিন সন্তান। আগ্রা, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
তাজমহলের মূল ফটকের সামনে সপরিবারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগ্রা, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
তাজমহল পরিদর্শন করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, স্ত্রী সোফি গ্রেগরি, মেয়ে এলা গ্রেস এবং দুই ছেলে হ্যাড্রিয়েন ও জেভিয়ার। আগ্রা, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
তাজমহলের মূল স্থাপনায় পৌঁছাতে সপরিবারে হেঁটে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগ্রা, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
তাজমহলকে পেছনে রেখে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগ্রা, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
তাজমহল পরিদর্শনের একপর্যায়ে ছেলে হ্যাড্রিয়েনের সঙ্গে দুষ্টুমিতে মেতে ওঠেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশে দাঁড়িয়ে তা দেখে হাসছেন স্ত্রী ও অপর দুই সন্তান। আগ্রা, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
তাজমহল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশে স্ত্রী ও তিন সন্তান। আগ্রা, ভারত, ১৮ ফেব্রুয়ারি। ছবি: এএফপি