Thank you for trying Sticky AMP!!

সিডনিতে বিশ্বের সবচেয়ে বড় মজার দৌড়

১৪ কিলোমিটার মজার দৌড় হবে অস্ট্রেলিয়ায়। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবারের মতো এবারেও বিশ্বের সবচেয়ে বড় মজার দৌড় প্রতিযোগিতা হবে। ১২ আগস্ট সিডনি শহর থেকে বন্ডাই বিচের সমুদ্রের তীর পর্যন্ত এই দৌড় হবে।

দীর্ঘ ৪৮ বছর ধরে এ প্রতিযোগিতা চলছে। ফান রান নামে পরিচিত ‘সিটি ২ সার্ফ’ শীর্ষক দিনব্যাপী এ দৌড় প্রতিযোগিতায় ৮০ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেয়।

১২ আগস্ট প্রতিযোগিতাটি সিডনির হাইড পার্কের এলিজাবেথ স্ট্রিট থেকে শুরু হয়ে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্বখ্যাত বন্ডাই বিচে এসে শেষ হবে। প্রতিযোগিতায় প্রাপ্তবয়স্ক যে-কেউ অংশ নিতে পারে।

গত বছর সিটি ২ সার্ফকে অস্ট্রেলিয়ার সেরা ক্রীড়া আয়োজন হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিযোগিতাটি মূলত একটি অনুদান তহবিল সংগ্রহের আয়োজন। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত এ আয়োজন প্রায় ৩৬ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে এখন পর্যন্ত নয় শতাধিক দাতব্য সংস্থা অনুদান সংগ্রহ করেছে।