Thank you for trying Sticky AMP!!

উত্তর নাইজেরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ৩৬

নাইজেরিয়ার কাদুনায় সন্ত্রাসী হামলার পর সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয়

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের পৃথক দুই হামলায় ৩৬ জন নিহত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশে বিদ্রোহীদের গ্রেনেড নিক্ষেপের পরদিনই এ ঘটনা ঘটল। দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

দুদিনের ক্রমাগত হামলায় কদুনায় ও ক্যাটসিনা রাজ্যে ১৮ জন করে গ্রামবাসী নিহত হয়। এ দুই হামলায় অনেক মানুষ আহত হয়েছে। হামলাকারীরা গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়।

উত্তর নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীদের হামলায় কয়েক শ হত্যার ঘটনা ঘটেছে। বেড়েছে অপহরণের ঘটনাও। পরপর দুদিনের এ হামলা নাইজেরিয়ার নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারির কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই তিনি এ সিদ্ধান্ত নেন। আর এ ঘটনার প্রায় এক মাসের মধ্যে সাম্প্রতিক হামলাটি হলো।

গত সপ্তাহে বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের আবাসিক স্কুলের এক শিক্ষার্থীকে হত্যা করে। অপহরণ করে ৪২ জনকে, যার মধ্যে শিক্ষার্থী আছে ২৭ জন।