Thank you for trying Sticky AMP!!

করোনা আর মন্দা সামলাতে নাইজেরিয়ায় বাজেট

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি স্থানীয় সময় বৃহস্পতিবার ২০২১ সালের বাজেট অনুমোদন করেছেন। করোনাভাইরাসের মহামারিতে আর্থিক মন্দা দেখা দিয়েছে নাইজেরিয়ায়। পরিস্থিতি সামলাতে বাজেটে ব্যয়বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এএফপির খবরে জানা যায়, গত বৃহস্পতিবার অনুমোদিত ওই বাজেটে ব্যয় বরাদ্দ করা হয়েছে ১৩.৫৯ ট্রিলিয়ন নায়রা (৩ হাজার ৫৬০ কোটি ডলার)। ২০২০ সালের তুলনায় খরচ বেড়েছে ২০ শতাংশ।

নাইজেরিয়ার প্রধান রপ্তানিকারী দ্রব্য অপরিশোধিত তেলের দাম ২০২০ সালে কমেছে। করোনাভাইরাসের মহামারির কারণে জ্বালানির চাহিদা বিশ্বে কমেছে। অন্যদিকে নায়রার মানের কারণে খাদ্য ও ভোগ্যপণ্যের আমদানিতে ব্যয় বেড়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আইনপ্রণেতাদের জানান, আশা করি করোনা মহামারি পরিস্থিতি সামাল দিয়ে আমরা খাদ্যসামগ্রী সবার জন্য সহজলভ্য করতে পারব।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, নাইজেরিয়ার অর্থনীতি ২০২০ সালে ৫.৪ শতাংশ সংকুচিত হয়েছে। তবে দেশটির সরকার মনে করে আর্থিক সংকোচন ৮ দশমিক ৯ শতাংশ পর্যন্ত হতে পারে।

করোনার কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি সামলাতে নাইজেরিয়ার সরকার নায়রার অবমূল্যায়নের সিদ্ধান্ত নেয়। তবে এতে দেশটিতে মুদ্রাস্ফীতি ঘটে। অক্টোবর মাসে খাদ্যসামগ্রীর দাম ১৭ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।

বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, করোনা মহামারি ও অর্থনৈতিক সংকটের কারণে নাইজেরিয়ায় অতিরিক্ত ৫০ লাখ মানুষ দরিদ্র হয়েছে।