Thank you for trying Sticky AMP!!

গুলি ও গাড়ির চাকায় পিষে ৫৯ জনকে মারল জঙ্গিরা

নাইজেরিয়ার বর্নো রাজ্যে মঙ্গলবার ৫৯ ব্যক্তিকে হত্যা করেছে আইএস-সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর জঙ্গিরা। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের গুবিও জেলার দুর্গম ফেলো গ্রামে এই হত্যাযজ্ঞ চালায় ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) জঙ্গিরা।

স্থানীয় মিলিশিয়া ও গ্রামবাসীদের ভাষ্য, মঙ্গলবার দুপুরের দিকে ফেলো গ্রামে অতর্কিতে আইএসডব্লিউএপির জঙ্গিরা হামলা চালায়। হামলার মুখে পালাতে থাকা গ্রামবাসীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোড়ে। পলায়নরত গ্রামবাসীদের গাড়িচাপাও দেয় জঙ্গিরা।

জঙ্গিবিরোধী মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো বলেন, হামলার পর গ্রামটি থেকে ৫৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা জঙ্গিদের গুলি ও গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন।
এই হত্যাকাণ্ড প্রতিশোধমূলক বলে ধারণা করা হচ্ছে।