Thank you for trying Sticky AMP!!

দক্ষিণ আফ্রিকায় বিনা ক্ষতিপূরণে জমি অধিগ্রহণে সংবিধান সংশোধন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকা ক্ষতিপূরণ না দিয়ে জমি অধিগ্রহণ চালু করতে সংবিধান সংশোধন করতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ কথা বলেছেন।

রেকর্ডকৃত এক ভাষণে রামাফোসা বলেন, শাসক দল এএনসি প্রস্তাবের পক্ষে ‘একটি সংবিধান সংশোধনী চূড়ান্ত করবে।’

সিরিল রামাফোসা বলেন, দেশের অর্থনীতির জন্য সংস্কারটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকায় জমি সংস্কারে ধীরগতির জন্য সাম্প্রতিক মাসগুলোয় জনমনে ক্ষোভ বেড়েছে।

দেশের শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের হাতে বেশি মাত্রায় জমি রয়েছে বলে বিশ্বাস করা হয়। অল্প কয়েক হাজার শ্বেতাঙ্গ বাণিজ্যিক কৃষক বেশির ভাগ উর্বর জমির মালিক।

তবে সমালোচকেরা আশঙ্কা করছেন, এর ফলে প্রতিবেশী জিম্বাবুয়ের মতো এখানেও জমি দখলের ঘটনা ঘটতে পারে।

ভিডিওতে রামাফোসা বলেন, সংবিধানের ‘যথাযথ পাঠ জনস্বার্থে’ ক্ষতিপূরণ না দিয়েই জমি অধিগ্রহণের অনুমোদন দেয়।

এএনসি সংশোধনের জন্য ‘সংসদীয় প্রক্রিয়া’ ব্যবহার করবে।

দক্ষিণ আফ্রিকা ২০১৬ সালে অধিগ্রহণকে বৈধতা দিয়ে আইন পাস করে।

রামাফোসা বলেন, এটি ‘সুস্পষ্ট হয়েছে’ যে জনগণ বিষয়টি সম্পর্কে সংবিধানের ‘পরিষ্কার ব্যাখ্যা’ চায়।

বর্ণবৈষম্য অবসানের পর থেকে আনুমানিক ১০ শতাংশ জমি শ্বেতাঙ্গ মালিকানা থেকে কৃষ্ণাঙ্গ মালিকানায় হস্তান্তর করা হয়েছে। সংখ্যাটি এএনসি লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশ।