Thank you for trying Sticky AMP!!

নাইজারের তিন গ্রামে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১৩৭

নাইজারে জঙ্গি হামলা বাড়ছে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত রোববার সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ১৩৭ ব্যক্তি নিহত হয়েছেন বলে গতকাল সোমবার জানিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাইজারে রক্তক্ষয়ী এ হামলার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ শোক শুরু হচ্ছে।

মালির সীমান্তবর্তী নাইজারের তিনটি গ্রামে রোববার নৃশংস হামলা হয়। জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

হামলা ও হতাহত হওয়ার তথ্য জানিয়ে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আবদুরহমান বলেন, সংশ্লিষ্ট এলাকায় সরকার নিরাপত্তা জোরদার করবে। কাপুরুষোচিত ও অপরাধমূলক এ কাজে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।

নাইজারে নজিরবিহীন জঙ্গি হামলার ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে নাইজার-মালি সীমান্ত এলাকায় এমন হামলার ঘটনায় ২৩৬ জন নিহত হলো।

জঙ্গিরা নাইজারের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন গ্রামগুলোয় আকস্মিক হামলা চালিয়ে সটকে পড়েছে। তারা হামলা চালানোর জন্য মোটরবাইক ও পিকআপ ট্রাক ব্যবহার করছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার বন্দুকধারী ব্যক্তিরা মোটরবাইক নিয়ে তিনটি গ্রামে হানা দেয়। বন্দুকধারীরা নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালায়।