Thank you for trying Sticky AMP!!

মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতা

মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম দেশ ছেড়েছেন

মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতা দেশ ছেড়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত মাসে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ৭৫ বছর বয়সী ইব্রাহিম। শনিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

মালির সামরিক কর্মকর্তারা বলছেন, ইব্রাহিম চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন।

ইব্রাহিমের সাবেক চিফ অব স্টাফ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রেসিডেন্টের চিকিৎসায় দিন পনেরোর মতো লাগতে পারে।

বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে মালির সামরিক জান্তা দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। এমন প্রেক্ষাপটে দেশ ছাড়লেন ইব্রাহিম।

মালির সামরিক জান্তা বলছে, তারা দুই বছরের মধ্যে ক্ষমতা ছাড়বে। তবে পশ্চিম আফ্রিকান নেতারা দ্রুত ক্ষমতা হস্তান্তর চাচ্ছেন।

দুর্নীতি, অপশাসন, অর্থনৈতিক অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে গণবিক্ষোভ দেখা দিয়েছিল। এই গণবিক্ষোভের জেরে গত ১৮ আগস্ট ক্ষমতাচ্যুত হন তিনি।

মালিতে অভ্যুত্থানের নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়। তবে মালির অনেক নাগরিক তা সমর্থন করে।

ক্ষমতাচ্যুতর পর ইব্রাহিমকে আটক করে সামরিক জান্তা। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আগেই একাধিক সেনা অভ্যুত্থান সংগঠিত হয়েছে।