Thank you for trying Sticky AMP!!

৬০০ বছরের পুরোনো টেরাকোটা ফেরত পেল নাইজেরিয়া

৬০০ বছরের পুরোনো টেরাকোটা

নেদারল্যান্ডসের কাছ থেকে ৬০০ বছরের পুরোনো পোড়ামাটির শিল্প বা টেরাকোটা ফেরত পেল নাইজেরিয়া। ইফে সভ্যতার ওই টেরাকোটা ৬০০ বছরের বেশি পুরোনো বা অ্যান্টিক হিসেবেই মনে করা হয়। গত বছর আমস্টারডামের শিফল বিমানবন্দরে এটি পাচারের সময় ধরা পড়ে।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ইফে শহরের ওই আর্টিফ্যাক্ট বা পোড়ামাটির হস্তশিল্প নেদারল্যান্ডসে পাচার করা হয়েছিল। ভুয়া ও কারসাজি করা কাগজ দেখিয়ে নাইজেরিয়া ও ঘানা হয়ে এটি নেদারল্যান্ডস পর্যন্ত পৌঁছায় বলে দাবি করেছে নাইজেরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়।

নাইজেরিয়া সরকার নেদারল্যান্ডসে সন্দেহভাজন পাচারকারীর বিরুদ্ধে একটি মামলায় জিতে ওই টেরাকোটা নিজেদের অধিকারে পায়।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার নাইজেরিয়ার কাছে ওই টেরাকোটা হস্তান্তর করেন।

নাইজেরিয়ার সংস্কৃতিমন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ বলেন, ইফের ওই মাথাটি ফেরত আনার বিষয়টি নাইজেরিয়ার অ্যান্টিক বস্তুগুলো ফেরত আনার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। এটি এখন পরিষ্কারের জন্য নেওয়া হবে। এরপর তা যথাযথ সংরক্ষণের পর জনসম্মুখে প্রদর্শন করা হবে।