Thank you for trying Sticky AMP!!

সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

বাসটি সেতু থেকে ছিটকে নিচে পড়ে গেলে এতে আগুন ধরে যায়

দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেলে ৪৫ জন নিহত হন। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। দক্ষিণ আফ্রিকার পরিবহন দপ্তর বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে পরিবহন দপ্তর বলেছে, মামাতলাকালা এলাকার কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিরাপত্তাবেষ্টনীতে আঘাত হানেন। এতে বাসটি সেতু থেকে ছিটকে নিচে পড়ে গেলে আগুন ধরে যায়।

বিবৃতিতে বলা হয়, আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলীয় ভূমিবেষ্টিত দেশ বতসোয়ানা থেকে ইস্টার পুণ্যার্থীদের নিয়ে বাসটি লিম্পোপোর মোরিয়া শহরে যাচ্ছিল।

এ হতাহতের ঘটনায় বতসোয়ানার প্রতি সমবেদনা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট দপ্তর এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

লিম্পোপোর পরিবহন দপ্তর পৃথক বিবৃতিতে বলেছে, এ দুর্ঘটনায় শুধু আট বছর বয়সী এক শিশু বেঁচে আছে। তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাদেশিক পরিবহন সংস্থাটি আরও জানায়, কিছু মরদেহ এত বেশি পুড়েছে, যা শনাক্ত করা যাচ্ছে না। অন্যদের মরদেহ ধ্বংসাবশেষের ভেতরে আটকে আছে কিংবা ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।