Thank you for trying Sticky AMP!!

ম্যালেরিয়া প্রতিরোধে মশারি

ম্যালেরিয়া নির্মূলে নতুন ধরনের মশারির পরীক্ষা

গবেষকেরা দুই ধরনের রাসায়নিকমিশ্রিত নতুন ধরনের মশারি উদ্ভাবন করেছেন, যা ম্যালেরিয়া রোগ অর্ধেকে নামিয়ে আনতে পারে। আফ্রিকার কয়েকটি দেশে এর সফল পরীক্ষা সম্পন্ন হওয়ায় ম্যালেরিয়া নিমূর্লের ক্ষেত্রে এ মশারি নতুন আশা জাগাচ্ছে। কারণ, রোগটি চিকিত্সা ও প্রতিরোধ প্রচেষ্টার ক্রমবর্ধমান প্রতিরোধী হয়ে উঠছে।

আফ্রিকার দেশগুলোতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মহামারি আকারে ম্যালেরিয়া দেখা দেয়। এ সময় মশারিতে দুই ধরনের কীটনাশক ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। আফ্রিকার ১৭টি দেশে এ মশারি পরীক্ষা করা হয়েছে। যেসব দেশে এ মশারি পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ছিল নাইজেরিয়া। এখানে ম্যালেরিয়ায় বিশ্বে যত লোক মারা যায়, তা বিশ্বের এক–তৃতীয়াংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে ম্যালেরিয়ায় বিশ্বে ৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৯০ লাখ মানুষ। ম্যালেরিয়ায় মারা যাওয়া রোগীদের ৯০ শতাংশই আফ্রিকা অঞ্চলের। নব্বইয়ের দশক থেকেই ম্যালেরিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মশারি।