Thank you for trying Sticky AMP!!

আফগানিস্তানে বিস্ফোরণের শব্দ, নিহত ৩

জালালাবাদ বিমানবন্দরের কাছে একটি নিরাপত্তা তল্লাশিচৌকি। ছবি: এএফপি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আজ বুধবার ভোরে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে।

এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, সন্ত্রাসীরা শহরের বিমানবন্দরের কাছে একটি বেসরকারি কোম্পানিকে টার্গেট করে এ হামলা চালিয়েছে।

প্রাদেশিক মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি এএফপিকে বলেন, দুজন হামলাকারী তাদের ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্য দুজন সন্ত্রাসী নিহত হয়।

নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য জাবিউল্লাহ জামারাই বলেন, আত্মঘাতী হামলাকারীরা আজ সকালে অস্ত্রের মুখে বেসরকারি এই কনস্ট্রাকশন কোম্পানিতে ঢুকতে সক্ষম হয়। তাদের হাতে সেখানে কর্মরত সাধারণ কয়েকজন কর্মী নিহত হয়।

প্রায় ১৮ বছর চলা যুদ্ধের অবসান ঘটাতে কাতারে চলমান যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।