Thank you for trying Sticky AMP!!

আড়াই লাখ গোল্ড কয়েনসহ ধরা পড়লেন 'সুলতান অব কয়েনের' সহযোগী

দুই টন গোল্ড কয়েনসহ ইরানের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এসব গোল্ড কয়েন দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে ব্যবসায়িকভাবে লাভবান হতে চেয়েছিলেন ওই ব্যক্তি। ১০ মাস ধরে এসব গোল্ড কয়েন সংগ্রহ করা হয়েছে। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গোল্ড কয়েন সংগ্রহকারী ব্যক্তিকে বলা হচ্ছে ‘সুলতান অব কয়েন’।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুই টন গোল্ড কয়েনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের কারণ হিসেবে বলা হয়েছে, এসব গোল্ড কয়েন দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে ব্যবসা করে লাভবান হতে চেয়েছিলেন তিনি।

ইরানের পুলিশ প্রধান জেনারেল হোসেইন রাহিমীর বরাত দিয়ে গত বুধবার ওই টেলিভিশনের খবরে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিকে গোল্ড কয়েন সংগ্রহে সহায়তা করেছেন ৫৮ বছর বয়স্ক এক ব্যক্তি। তাঁকে খোঁজা হচ্ছে। ১০ মাস ধরে এসব গোল্ড কয়েন সংগ্রহ করা হয়েছে। ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। গণমাধ্যমের খবরে তাঁকে ‘সুলতান অব কয়েন’ বলা হচ্ছে। এই দুই টন গোল্ড কয়েন প্রায় আড়াই লাখ কয়েনের সমান। তথ্যসূত্র: গালফ নিউজ ও খালিজ টাইমস।