Thank you for trying Sticky AMP!!

ইন্দোনেশিয়ায় এবার সুম্বা দ্বীপে ভূমিকম্প

সুলাওয়েসি দ্বীপের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণে সুম্বা দ্বীপটি অবস্থিত। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার দক্ষিণ উপকূলের সুম্বা দ্বীপে আজ মঙ্গলবার সকালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।

ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানানো হয়, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ১৫ মিনিট পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৬।

প্রায় সাড়ে সাত লাখ জনসংখ্যা–অধ্যুষিত দ্বীপটিতে জোড়া ভূমিকম্প আঘাত হানার পর বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর দ্বীপের বাসিন্দাদের মধ্য ভীতি ছড়িয়ে পড়ে। তারা দিগ্‌বিদিক ছোটাছুটি করে। অনেকে ভয়ে চিৎকার করে ওঠে। ভীত লোকজন জীবন বাঁচাতে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে।

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আট শতাধিক মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

সুলাওয়েসি দ্বীপের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণে সুম্বা দ্বীপটি অবস্থিত।