Thank you for trying Sticky AMP!!

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ

শ্রীবিজয়া এয়ার কোম্পানির একটি উড়োজাহাজ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যাত্রীবাহী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, উড়োজাহাজটিতে ৫০ জনের বেশি আরোহী ছিলেন।

শ্রীবিজয়া এয়ার কোম্পানির বোয়িং ৭৩৭ ফ্লাইটটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, উড়োজাহাজটি ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে চেষ্টা চলছে।
এরই মধ্যে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ধ্বংসস্তূপের ছবি দেখতে পাওয়া গেছে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের সময় উড়োজাহাজটি যে এলাকার আকাশসীমায় ছিল, সেখানকার স্থানীয় লোকজন বিবিসি ইন্দোনেশিয়ান সার্ভিসকে বলেন, তাঁরা অনেক কিছু পড়ে থাকতে দেখেছেন। তাঁদের ধারণা, এগুলো সেই উড়োজাহাজের।

স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে সর্বশেষ উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বজায় ছিল। উড়োজাহাজটির নিবন্ধন অনুযায়ী এটি ২৭ বছরের পুরোনো বোয়িং ৭৩৭-৫০০।

২০১৮ সালেও উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে ইন্দোনেশিয়ান লায়ন এয়ারের একটি উড়োজাহাজ সাগরে গিয়ে পড়ে। এতে ১৮৯ জন নিহত হন।