Thank you for trying Sticky AMP!!

এভারেস্ট আরোহণে কাতারি নারী

শেখ আসমা আল থানি

এভারেস্ট জয় করতে চান কাতারের নারী পর্বতারোহী শেখ আসমা আল থানি। মধ্যপ্রাচ্যের প্রথম নারী হিসেবে তিনি প্রতিটি মহাদেশের পর্বতের চূড়ায় ওঠার কৃতিত্ব অর্জন করতে চান।

কাতার অলিম্পিক কমিটির সদস্য থানি গত বৃহস্পতিবার কাঠমান্ডুতে এসে পৌঁছেছেন এবং এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আগামী মে মাসের মাঝামাঝি তিনি এভারেস্টের ৪ হাজার ৮৪৮ মিটার উচ্চতায় পৌঁছানোর প্রচেষ্টা চালাবেন। তাঁর প্রচেষ্টা সফল হলে তিনি হবেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওঠা কাতারের প্রথম নারী।

এর আগে তিনি আফ্রিকার কিলিমানজারো ও আর্জেন্টিনার আকোনকাগুয়া পর্বত এবং উত্তর মেরুতে অভিযান চালিয়েছেন। আসমা আশা করেন, তাঁর এই প্রচেষ্টা অন্য নারী পর্বতারোহীদের তাঁর পথ অনুসরণে উৎসাহী করবে। নেপাল তাদের সীমান্ত খুললেও পর্বতারোহীদের কোয়ারেন্টিন নিশ্চিত করে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। এএফপি, কাঠমান্ডু