Thank you for trying Sticky AMP!!

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, আহত ৬০

বোমা বিস্ফোরণের জায়গায় আফগান আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: এএফপি

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ৬০ জন। নিহতদের মধ্যে ৯ জন নিরাপত্তাকর্মী ও ট্রাফিক পুলিশের সদস্য ছিলেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম দেশে ফেরার মুহূর্তে এই হামলা চালানো হয়। হামলায় অল্পের জন্য রক্ষা পান আব্দুল রশিদ। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
স্বেচ্ছায় নির্বাসনে থাকা ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তাঁর সমর্থকেরা বিমানবন্দরে জমায়েত হন। আব্দুল রশিদ বিমানবন্দর ত্যাগ করার মুহূর্তে বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারী পায়ে হেঁটে বিমানবন্দরের প্রবেশমুখে এসে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্টানেকজাই।
উল্লেখ্য, দীর্ঘ এক বছরেরও বেশি সময় স্বেচ্ছা নির্বাসনে থাকার পর স্থানীয় সময় রোববার দেশে ফেরেন আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম।