Thank you for trying Sticky AMP!!

জাপানে আটকে পড়া ৫০ বাংলাদেশি আজ ফিরছেন

প্রতীকী ছবি

জাপানে আটকে পড়া ৫০ জন বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে ভাড়া করা বিমান পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।
চার্টার্ড ফ্লাইটটি ইতিমধ্যে ঢাকা থেকে যাত্রা করেছে। বাংলাদেশে আটকে পড়া জাপানে অধ্যয়নরত বা চাকরি ও ব্যবসায় নিয়োজিত ১০৯ জন বাংলাদেশি এই ফ্লাইটে টোকিও আসছেন। দুপুরের পর ফ্লাইটটির টোকিও পৌঁছানোর কথা। একই ফ্লাইটে জাপান থেকে ৫০ জন বাংলাদেশি ঢাকায় ফিরে যাবেন।
১০৯ বাংলাদেশির সবার দীর্ঘ সময় জাপানে বসবাসের ভিসা আছে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ছুটি কাটাতে বা ব্যবসায়িক কাজে তাঁরা দেশে যান। করোনার বিস্তারের কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা দেশে আটকা পড়েছিলেন।

জাপান থেকে ৫০ জন বাংলাদেশিকে নিয়ে ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় আজ বিকেলে টোকিও থেকে রওনা হয়ে রাতে ঢাকা পৌঁছাবে।
টোকিওর বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জিয়াউল আবেদিন প্রথম আলোকে বলেন, সরকার উদ্যোগী হয়ে দুই দিকে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। এতে তাঁরা এখন স্বস্তি বোধ করছেন।

জিয়াউল আবেদিন বলেন, ঢাকা থেকে যাঁরা জাপানে আসছেন, টোকিও বিমানবন্দরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে তাঁদের হয়তো কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। কিংবা ঘরে স্বেচ্ছাবন্দী হিসেবে কাটানোর উপদেশ দেওয়া হতে পারে।