Thank you for trying Sticky AMP!!

তৃণমূলছাড়া হলেন মুকুলপুত্র

মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। ছবি: সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের জাঁদরেল নেতা মুকুল রায় দল ছেড়ে যাওয়ার পরও ছেলে শুভ্রাংশু রায় দল ছাড়েননি। গতকাল শুক্রবার উল্টে গেল সবকিছু। দলবিরোধী কাজের জন্য তাঁকে ছয় বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল।

মুকুলপুত্র শুভ্রাংশ তৃণমূলের বিধায়ক। বিজেপির বিপুল বিজয়ের পর গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে শুভ্রাংশ বলেন, ‘অনেকেই বাবাকে কাচরাপাড়ার কাঁচা ছেলে বলে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, তাঁরা লক্ষ লক্ষ মুকুল তৈরি করবেন। কাচরাপাড়ার সেই কাঁচা ছেলেটাই শেষ পর্যন্ত চাণক্য হয়ে তৃণমূলকে তছনছ করে দিল।’

এই কথা বলার পর তৃণমূলের মহাসচিব গতকালই শুভ্রাংশুকে দলবিরোধী কাজের জন্য ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন। এই বহিষ্কারের ঘোষণা শোনার পর মুকুল রায় বলেছেন, ‘ওই দলটা ছয় বছর টিকে থাকবে না। তাঁকে আবার ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়? এখন ঠিক করবে ও কী করবে?’

মুকুলপুত্র নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন ব্যারাকপুর আসনে তাঁর এলাকা বীজপুর থেকে সবচেয়ে বেশি ভোটে এগিয়ে দেবেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে। কিন্তু এই আসনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং বিজেপির পক্ষে সাড়ে সাত হাজার ভোট বেশি পেয়েছেন।