Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানের কোয়েটায় বোমায় নিহত ১৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হন ৩০ জন।

আজ শুক্রবার কোয়েটার একটি জনবহুল ফলের বাজারে এই বোমার বিস্ফোরণ ঘটে।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল রাজাক চিমা বলেন, ফলের বাজারটি কোয়েটার কাছের হাজারগঞ্জি এলাকায় অবস্থিত।

বোমা বিস্ফোরণের পর বাজারটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বোমার আঘাতে অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে শরীরের ছিন্নভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। আহত লোকজন সাহায্য চেয়ে আহাজারি করতে থাকেন।

ঘটনাস্থল থেকে ১৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাদেশিক পুলিশের প্রধান মহসিন বাট বলেছেন, নিহত ১৬ জনের মধ্যে ৮ জন সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের সদস্য।

হাজারা সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। তারা আগেও এ ধরনের হামলার শিকার হয়েছে।

হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে এলাকাটিতে জাতিগত সংঘাত ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার ইতিহাস আছে।