Thank you for trying Sticky AMP!!

প্রাচীনতম জীবাশ্ম

কম্বোডিয়ায় অন্তত ১২ কোটি বছরের পুরোনো একটি সামুদ্রিক কচ্ছপের জীবাশ্ম (ফসিল) পেয়েছেন বিজ্ঞানীরা। এটি এ পর্যন্ত পাওয়া কোনো কচ্ছপের প্রাচীনতম জীবাশ্ম। ওই কচ্ছপের প্রায় সম্পূর্ণ কঙ্কালটি প্রায় দুই মিটার লম্বা। আধুনিক সামুদ্রিক কচ্ছপের প্রায় সব বৈশিষ্ট্যই জীবাশ্মটির মধ্যে দেখা যায়। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত সেনকেনবার্গ রিসার্চ ইনস্টিটিউটের গবেষক এডউইন কাডেনা বলেন, কম্বোডিয়া থেকে ২০০৭ সালে পাওয়া কচ্ছপটি ডেজমাটোশলিস প্যাডেলাই প্রজাতির। এটি কমপক্ষে ১২ কোটি বছরের পুরোনো।
আইএএনএস