Thank you for trying Sticky AMP!!

বিক্ষোভ-প্রতিবাদের মুখে সরে গেলেন জর্ডানের প্রধানমন্ত্রী

জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি পদত্যাগ করেছেন। ছবি: রয়টার্স

কয়েক দিন ধরে ধরা বিক্ষোভের মুখে আজ সোমবার জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি পদত্যাগ করেছেন। তিনি তাঁর পদত্যাগপত্র বাদশাহ আবদুল্লাহর কাছে জমা দিয়েছেন।

আল জাজিরা, বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পরামর্শে দ্রব্যমূল্য বৃদ্ধি ও নতুন করে কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্ডান। চার দিন ধরে চলা আন্দোলন পরে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। দেশটির রাজধানী আম্মানে সরকারবিরোধী বিক্ষোভে রোববার হাজারো জর্ডানের নাগরিক রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ হয়েছে দেশটির অন্যান্য শহরেও।

রোববার বিক্ষোভকারীরা মন্ত্রিসভা কার্যালয়ের কাছে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী হানি মুলকিকে পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁরা বলেন, নতুন প্রস্তাবিত ট্যাক্স বিল বাতিল করা হলেই তাঁরা ফিরে যাবেন। চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে পাঠানো হয়েছে। সমালোচকদের দাবি, বিলটি পাস হলে জর্ডানের স্বাভাবিক জীবন মান কমে যাবে। এরপর বিক্ষোভের মুখে আজ সোমবার পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী।