Thank you for trying Sticky AMP!!

বিপ্লবের ৪০বছর: বিশাল সমাবেশ তেহরানে

তেহরানে স্বাধীনতা স্কয়ারে জনতার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ১১ ফেব্রুয়ারি, ইরান। ছবি: এএফপি

ইরানে ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার রাজধানী তেহরানে এক বিশাল সমাবেশে যোগ দিয়েছে হাজারো জনতা। দীর্ঘ চার দশক আগে ঐতিহাসিক এই বিপ্লবের মধ্য দিয়ে দেশটিতে রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে। 

১৯৭৯ সালের এই দিনে ইরানে শাহ আমলের সর্বশেষ সরকারকে উৎখাত করেছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। দিনটি স্মরণে তেহরানের কেন্দ্রস্থলে আজাদি (স্বাধীনতা) স্কয়ারে গতকাল ওই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশকে সামনে রেখে এই স্কয়ার অভিমুখী সড়কগুলো থেকে যানবাহন ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়।
সমাবেশ আসা লোকজনকে আপ্যায়নে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বসানো হয়েছিল অস্থায়ী স্টল। সেখান থেকে তাদের চা পান ও কেক খাওয়ানো হয়। ছিল বিপ্লবী গানের আয়োজনও। সমাবেশ স্থলে চলাচলের পথে সারি বেঁধে রাখা হয়েছিল ইরানের নিজস্ব তৈরি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রমাণাকৃতির রেপ্লিকাও। তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের চলমান উত্তেজনারই বহিঃপ্রকাশ ঘটেছে।
গতকাল যে সমাবেশ অনুষ্ঠিত হয় সেটি ছিল ইসলামি বিপ্লব উদ্‌যাপনে ১০ দিনের ‘টেন ডে ডন’ শীর্ষক কর্মসূচির চূড়ান্ত দিনের কর্মসূচি। ১৯৭৯ সালের ১ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে ইসলামি বিপ্লবের নেতা খোমেনি নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন এবং রাজশাসনের অবসান ঘটান।
শেষ দিনের কর্মসূচির আগে রোববার রাতে ইরানজুড়ে আতশবাজির উৎসব হয়।