Thank you for trying Sticky AMP!!

ম্যানিলার হোটেলে আগুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ওয়াটারফ্রন্ট ম্যানিলা প্যাভিলিয়ন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার স্থানীয় সময় সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। হোটেলটিতে এখনো অন্তত ১৯ জন আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকিদের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। ২১তলা ভবনটিতে কীভাবে আগুন লাগল, তা এখনো জানা যায়নি।

ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। ছবি: এএফপি
ভবনের ভেতরে পানি দেওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রয়টার্স
আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ছবি: রয়টার্স
ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ছবি: এএফপি
কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে গোটা এলাকা। ছবি: এএফপি
হোটেলের অতিথিরা ছাদে উঠেছেন। তাঁরা উদ্ধারকর্মীদের অপেক্ষায়। ছবি: রয়টার্স