Thank you for trying Sticky AMP!!

যৌন নির্যাতনের অপরাধ: আর্চবিশপ ফিলিপ উইলসনের পদত্যাগ

ফিলিপ উইলসন। ছবি: বিবিসির সৌজন্যে

দোষী সাব্যস্ত হওয়ার পর ক্যাথলিক ধর্মযাজক তাঁর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার অডিলেডের আর্চবিশপ ফিলিপ উইলসন শিশু যৌন নির্যাতনের ঘটনা চেপে যাওয়ার অপরাধে গত মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছেন। খবর বিবিসির।

ফিলিপ উইলসন বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্যাথলিক হিসেবে এ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি বলেন, শুক্রবার তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

গতকাল বুধবার ফিলিপ উইলসন বলেন, ‘আর্চবিশপের কাজকর্ম করা থেকে বিরত থাকাই এখন সঠিক সিদ্ধান্ত। যখনই দরকার হবে অথবা আমার কাছে যৌক্তিক মনে হবে, আনুষ্ঠানিকভাবে আমি আর্চবিশপের পদ থেকে ইস্তফা দেব।’

অপরাধ প্রমাণিত হওয়ায় উচ্চ আদালতে ফিলিপ উইলসন আপিল করবেন কি না, সে ব্যাপারে কিছু বলেননি।

গত মঙ্গলবার নিউক্যাসলের স্থানীয় একটি আদালত গির্জার শিশুদের যৌন হয়রানি অভিযোগ আড়ালের ঘটনায় ফিলিপ উইলসনকে দোষী সাব্যস্ত করেন।

সেখানকার ম্যাজিস্ট্রেট মনে করেন, উইলসনকে যৌন হয়রানির ঘটনা জানানো হলেও তিনি এর প্রতিকারের জন্য কিছুই করেননি, বরং গির্জার ভাবমূর্তি রক্ষায় এ ঘটনা চেপে গেছেন।

অস্ট্রেলিয়ার যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা এ রায়ের প্রশংসা করেছেন।